প্রধানমন্ত্রী[Prime Minister of India]

  • ভারতীয় প্রজাতন্ত্রে রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান হলেও প্রকৃতপক্ষে ভারতীয় শাসন ব্যবস্থায় শাসনতান্ত্রিক ক্ষমতা উপভোগ করেন দেশের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী পদপ্রার্থীর যোগ্যতাবলী:-

  • প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে ।
  • প্রধানমন্ত্রীকে সংসদের রাজ্যসভা অথবা লোকসভা যেকোনো একটি কক্ষের সদস্য হতে হবে । সংসদের সদস্য না হয়েও কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারেন, সেক্ষেত্রে ছ-মাসের মধ্যেই তাঁকে সংসদের যেকোনো কক্ষের সদস্য হয়ে আসতে হবে ।
  • লোকসভার সদস্য হলে প্রধানমন্ত্রীর বয়স অন্তত ২৫ বছর বা তার বেশি হতে হবে এবং রাজ্যসভার সদস্য হলে তাঁর বয়স ৩০ বছর বা তার বেশি হতে হবে ।
  • প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার সময় অর্থ প্রাপ্তি হয় এমন কোনও সরকারি বা বেসরকারি অথবা সরকার নিয়ন্ত্রণাধীন কোনও সংস্থায় তিনি কোনও পদে নিযুক্ত থাকতে পারবেন না ।

নিয়োগঃ-

  • প্রধানমন্ত্রী পাঁচ বছরের জন্য নিযুক্ত হন রাষ্ট্রপতি দ্বারা।
  • দেশের সাধারণ নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতাকে রাষ্ট্রপতি আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করার জন্য।
  • যদি নির্বাচনে কোন একটি নির্দিষ্ট দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা না পায় সেক্ষেত্রে রাষ্ট্রপতি নিজের ইচ্ছেমত, যাকে যোগ্য মনে করবেন তাঁকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করার জন্য।

শপথঃ-

  • প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য পাঠ করেন ।

প্রধানমন্ত্রীর দায়িত্ব ও ক্ষমতা:-

  • প্রধানমন্ত্রী হলেন কেন্দ্রীয় মন্ত্রীসভা এবং রাষ্ট্রপতির মধ্যে যোগসূত্র । ভারতীয় সংবিধান অনুসারে, কেন্দ্রীয় মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে জানান এবং রাষ্ট্রপতি কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী তাঁকে জানাতে বাধ্য থাকেন ।
  • প্রধানমন্ত্রীর সুপারিশমত রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রীসভায় সদস্য নিয়োগ এবং দপ্তর বণ্টন করেন।
  • প্রধানমন্ত্রী তাঁর ইচ্ছা অনুসারে যে-কোনো মন্ত্রীকে তাঁর মন্ত্রীসভা থেকে বাদ দিতে পারেন । প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো মন্ত্রীর মতের মিল না হলে সেই মন্ত্রীকে পদত্যাগ করতে হয় । যদি তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী স্বয়ং পদত্যাগ করে বর্তমান মন্ত্রীসভা ভেঙে দিয়ে নতুন মন্ত্রীসভা গঠন করতে পারেন এবং নতুন মন্ত্রীসভা থেকে এই মন্ত্রীকে সহজেই বাদ দিতে পারেন ।
  • তিনি কেন্দ্রীয় মন্ত্রীসভার অধিবেশনে সভাপতিত্ব করেন।

কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

  • স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু।
  • স্বাধীন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
  • সবথেকে বেশী সময়ের জন্য প্রধানমন্ত্রীর পদে আসীন ছিলেন ইন্দিরা গান্ধী।
  • একটানা সবথেকে বেশী দিন প্রধানমন্ত্রীর পদে আসীন ছিলেন জওহরলাল নেহেরু।
  • সবথেকে কম সময়ের জন্য প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেছিলেন অটল বিহারী বাজপায়ী (১৩ দিনের জন্য)।
  • ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যাকে প্রধানমন্ত্রী থাকাকালীন একদিনও সংসদে হাজির থাকতে হয়নি- চৌধুরী চরণ সিং।
  • ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যাকে লোকসভায় উত্থাপিত অনাস্থা প্রস্তাবে পরাজিত হয়ে পদত্যাগ করতে হয়েছিল- বিশ্বনাথ প্রতাপ সিং।
  • রাজ্যসভার সদস্য হিসাবে প্রধানমন্ত্রী হয়েছিলেন- ইন্দিরা গান্ধী এবং মনমোহন সিং।